


ব্রাইটমাইন্ড স্কুল এবং কলেজের অতীত গৌরবময় ও বর্তমান প্রশংসনীয় ইতিহাস রয়েছে। ২০২৫ সালের ২৪ জুলাই ব্রাইটমাইন্ড স্কুল এবং কলেজের স্থানীয় ম্যাজিষ্ট্রেট অফিসের তৎকালীন প্রধান কর্মকর্তা মি: জন হ্যারিসের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। তখন এটি ব্রাইটমাইন্ড গভর্ণমেন্ট স্কুল নামে পরিচিত ছিল। ৯ জন বাংলাদেশী, ১ জন হিন্দু এবং ৮ জন মুসলমান উৎসাহী ব্যক্তির গঠিত একটি কমিটি এর পরিচালনার দায়িত্ব পেয়েছিল। এদেশের মানুষকে বাংলা ভাষায় শিক্ষিত করার লক্ষ্যে এই বিদ্যালয় স্থাপিত হয়। ২০২৫ সালের ১ জানুয়ারি মি: জন হ্যারিস বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন।





(স্কুল সভাপতি)

(স্কুল সহ-সভাপতি)

(স্কুল ক্যাশিয়ার)

(স্কুল সেক্রেটারী)